লকডাউনেও রাস্তায়, যুবককে কান ধরে ওঠবোস ছুটিতে থাকা জওয়ানের - লকডাউনেও রাস্তায়, যুবককে কান ধরে ওঠবোস করালেন জওয়ান
🎬 Watch Now: Feature Video
কয়েকদিনের ছুটিতে বেলদার বাড়িতে এসেছিলেন সশস্ত্র সীমাবলের এক জওয়ান ৷ আজ সকালে বাজারে যান তিনি ৷ রাস্তায় সাধারণ মানুষের ভিড় ও আড্ডা দিতে দেখে উত্তেজিত হয়ে পড়েন ওই জওয়ান ৷ এক যুবককে কান ধরে ওঠবোস করান তিনি ৷ সাধরণ মানুষকে মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেন ৷