শিলিগুড়িতে কোরোনার টিকাকরণ, জেলার 500 জনকে টিকা প্রথম দফায় - কোরোনা টিকাকরণ
🎬 Watch Now: Feature Video
গোটা দেশের মতো দার্জিলিঙেও চলছে প্রথম দফার কোরোনা টিকাকরণ । প্রথম ধাপে জেলায় মোট পাঁচশো জনকে ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম ভ্যাকসিনের 28 দিন পর দ্বিতীয় ডোজ় । সপ্তাহের চারদিন, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার করে টিকা দেওয়া হবে। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম ভ্যাকসিন নেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য । শিলিগুড়ি জেলা হাসপাতালে ভ্যাকসিন নেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড নার্জিনারি । প্রতিষেধক নিয়ে বেরোনের পর তাঁরা বললেন, "চিন্তার কোন কারণ নেই । টিকা সম্পূর্ণ নিরাপদ। "
Last Updated : Jan 16, 2021, 7:23 PM IST