কোচবিহারে বকেয়া মেটানোর দাবিতে সেচ দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ

By

Published : Dec 21, 2020, 4:46 PM IST

thumbnail

বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে সেচ দপ্তরে ধরনা ও বিক্ষোভের পর এবার সেচ দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। কোচবিহারের দেবীবাড়ির ঘটনা । আধিকারিককে তাঁরা ঘেরাও করে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, গত এক বছর ধরে তাঁদের বকেয়া 45 কোটি টাকা বকেয়া। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বকেয়া মিলছিল না। তাই 14 ডিসেম্বর থেকে অবস্থান ও বিক্ষোভ করেন তাঁরা । তাতেও কাজ না হওয়ায় আজ থেকে আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । পাশাপাশি তাঁরা কাজও বন্ধ রেখেছেন। সেচ দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার শুভজিৎ মণ্ডল বলেন, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.