কেন্দ্রের টাকা দলের ভাইদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ - মমতাকে আক্রমণ দিলীপের
🎬 Watch Now: Feature Video
"রাজ্যে পুরসভা নির্বাচন আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী । মে মাসের পরে তো আপনি আর থাকবেন না । তারপর প্রার্থী খুঁজে পাবেন তো?" শিলিগুড়ি জনসভায় তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতির তোপ, "আমফনের টাকা দলের নেতা আর তাদের পরিবার ভাগ করে খেয়েছে । কেন্দ্রের টাকা আসলেই মুখ্যমন্ত্রী সব টাকা দলের ভাইদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ।" দিলীপ ঘোষের কটাক্ষ, "দলে এখন মান-অভিমানের খেলা চলছে । এক ভাই আসলে আরেক ভাইকে বোঝাতে হয় । দিদি কাউকে বুঝিয়ে উঠতে পারছেন না । কাউকে বিশ্বাস করতে পারছেন না । দলে সার্কাস চলছে । মে মাসের পরে এই সার্কাসের তাবু নেমে যাবে ।"