370 ধারা প্রত্যাহার, BJP রাজ্য দপ্তরে মিষ্টিমুখ BJP কর্মীদের - bjp
🎬 Watch Now: Feature Video
জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর BJP-র রাজ্য দপ্তরের সামনে উৎসব গেরুয়া শিবিরের । বাজনা বাজিয়ে উৎসবে সামিল BJP কর্মীরা । BJP-র পতাকা নিয়ে আবির খেলায় মাতেন তাঁরা । BJP-র যুব মোর্চা ও উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে এই কর্মসূচি হয় । অন্যদিকে, আজ কাঁকুরগাছি, হাজরা মোড়, মহাত্মা গান্ধি রোড, শ্যামবাজার সহ একাধিক জায়গায় বিজয় উৎসব পালন করা হয় ।