দক্ষিণ 24 পরগনায় 20 আসনে জিতব, অভিষেককে চ্যালেঞ্জ সৌমিত্রর - Soumitra Khan challenge Abhishek Banerjee from Frazerganj
🎬 Watch Now: Feature Video
ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ । আজ ফ্রেজ়ারগঞ্জে দলীয় সভা থেকে তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে 31টি আসনের মধ্যে 20টিতে আমরা জিতব । অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমাকে গুটিয়ে ছাড়ব ।" পাশাপাশি তাঁর দাবি, মন্টুরাম পাখিরার মতো আরও অনেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন ।