Sukanta Majumdar : "দিনহাটায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছেন তৃণমূল প্রার্থী", নাম না করে উদয়নকে কটাক্ষ সুকান্তের - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
"তৃণমূল দিনহাটাতে ভয়ের পরিবেশ কায়েম করেছে । নির্বাচন পরবর্তী সন্ত্রাস করেছে তৃণমূলের গুণ্ডাবাহিনী ৷ যিনি নেতৃত্বে ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ তার জন্য কিছু লোক ভয়ে সামনে আসতে ভয় পাচ্ছেন । কিন্তু সাধারণ মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারেন তবে আমি নিশ্চিত বিজেপি জয়ী হবে ।" নির্বাচনী প্রচারে নিউ কোচবিহার রেলস্টেশনে এসে নাম না করে এভাবেই উদয়ন গুহকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । দিনদুয়েক আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিজেপি অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারবে না । এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি জানান, কোনও বুথে বিরোধীদের এজেন্ট দিতে না পারার কথা গণতন্ত্রে গৌরবের নয় । গুজরাট ও উত্তরপ্রদেশের ভোটে উদয়নবাবুরা গিয়ে দেখে আসুন সেখানে পাঁচটা বুথও খুঁজে পাবেন না, যেখানে বিরোধীদের এজেন্ট নেই । প্রচারের শেষবেলায় মঙ্গলবার কোচবিহারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ দিলীপ ঘোষ ৷ সেখানেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি ৷