Joy Banerjee on KMC Election 2021 : ভোট শতাংশে সিপিএম দ্বিতীয় স্থানে থাকবে, দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের - Latest News on CPIM
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের নির্বাচনে (KMC Election 2021) ভোট শতাংশের হিসেবে সিপিএম দ্বিতীয় দল হবে ৷ রবিবার এই ভবিষ্যদ্বাণী করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় (bjp leader joy banerjee claims that cpim will finish second in terms of vote share in kmc election 2021) ৷ তাঁর আরও দাবি, বিজেপি মাত্র দু’টি আসনে জিতবে ৷ তাও যাঁরা জিতবেন, তাঁরা ব্যক্তিগত পরিচয়ের জেরেই জয় পাবেন ৷ এতে দলের কোনও কৃতিত্ব থাকবে না ৷ পাশাপাশি তিনি জানান, এবারের নির্বাচনে বিপুল আসনে জিতে পুনরায় ছোট লালবাড়ির দখল নিতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । তাদের প্রাপ্ত ভোটের হার 55 শতাংশ ছাড়িয়ে যাবে । এছাড়াও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন ৷