"তৃণমূলের বুদ্ধি শেষ, বিহার থেকে ভাড়া করে নিয়ে আসছে", আক্রমণ ভারতীর - তৃণমূলকে আক্রমণ ভারতী ঘোষের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 7, 2021, 9:18 PM IST

একটা একটা করে তৃণমূল নেতা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করছেন । এই ডুবন্ত নৌকাকে বাঁচানোর জন্য বিহার থেকে বুদ্ধি ভাড়া করে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে । তৃণমূলের বুদ্ধি আর কুলোচ্ছে না । তৃণমূলের বুদ্ধি শেষ । তাই বিহার থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে । আজ পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির জনসভা থেকে তৃণমূল ও প্রশান্ত কিশোরকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ । অন্যদিকে, সুব্রত বক্সি-র "বিজেপি এই রাজ্যে স্বপ্ন দেখছে" মন্তব্যের উত্তরে তিনি বলেন, " তিনি যে কথা বলেছেন, তা স্বপ্ন দেখতে দেখতে বলেছেন । এটা বাস্তবের কথা নয় । তৃণমূল এখন তাসের ঘরের মতো খসে খসে পড়ছে । ভাঙনের সানাই এত জোরে বাজছে যে হয়ত ফেব্রুয়ারি মাসে দেখা যাবে দলটাই আর নেই । দল যদি না থাকে ক্ষমতা কীসের ?"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.