বিজেপি এলে রোজগার হবে, দারিদ্র ঘুচবে, পারিশ্রমিক পাবেন শ্রমিকরা, দাবি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর - পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র
🎬 Watch Now: Feature Video
"তৃণমূল বলছে খেলা হবে, আর বিজেপি বলছে রোজগার হবে, দারিদ্য দূর হবে, শ্রমিকরা পারিশ্রমিক পুরো পাবে ৷ আমাদেরকে বহিরাগত গুন্ডা বলেন দিদি ৷ কিন্তু তিনি বাইরে থেকে আসা লোককে ঘরের বলেন, আর হিন্দুস্তানের লোককে বহিরাগত বলেন ৷" পাণ্ডবেশ্বরের জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে ছোড়ায় আসেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ সেখানেই এক সভায় এই অভিযোগ করলেন তিনি ৷ এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এই কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন ৷ এবার নরেন্দ্রনাথ চক্রবর্তী 50 হাজার ভোটে হারবেন ৷ আর 10 দিনের মধ্যে পাণ্ডবেশ্বরে একাধিক পঞ্চায়েত সমিতির একাধিক পঞ্চায়েতে তৃণমূলের 10 থেকে 15টা করে উইকেট পড়বে ৷"