কমিশনের নির্দেশে অনুব্রতর গড়ে হেলিকপ্টারে নজরদারি - west bengal assembly election
🎬 Watch Now: Feature Video
নন্দীগ্রামের পর হাইভোল্টেজ জায়গার নাম বীরভূম ৷ নির্বাচন কমিশনের তরফে অনুব্রতর গড়ে চলছে কড়া নজরদারি ৷ হেলিকপ্টারেও চলছে নজরদারি ৷ বীরভূমের বোলপুর, নানুর লাভপুরে বিধানসভা কেন্দ্রে আকাশপথে বাড়তি নজর রেখেছে কমিশন ৷ 224 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ 11 জন ম্যাজিস্ট্রেট রয়েছে দায়িত্ব ৷ এছাড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে বাড়তি 6 আধিকারিককে নিয়োগ করেছে কমিশন ৷