বর্ধমানের বিধানপল্লি ঘোষপাড়ায় বেহাল রাস্তা, প্রশাসনের উদাসীনতার অভিযোগ
🎬 Watch Now: Feature Video
বর্ধমান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লি ঘোষপাড়া এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ । পিচের রাস্তা না মাটির- বোঝাই দায় । চোয়াল শক্ত করে চলাচল করতে হয় চালকদের । স্থানীয়দের অভিযোগ, বারবার পৌরসভাকে জানিয়েও কাজ হয়নি । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পুলক যশ ।