শর্টসার্কিটের জেরে দেড় ঘণ্টা দাঁড়াল আসানসোল-বর্ধমান প্যাসেঞ্জার - short circuit asansol-bardhaman passenger
🎬 Watch Now: Feature Video
শর্ট সার্কিটের জেরে প্রায় দেড় ঘণ্টা আটকে যায় আসানসোল-বর্ধমান প্যাসেঞ্জার । আজ সকাল সাড়ে নটা নাগাদ আসানসোল থেকে বর্ধমানগামী ওই প্যাসেঞ্জার ট্রেন ছাড়ে । স্টেশন সংলগ্ন এলাকায় ওভারহেড তারের খুঁটিতে শর্টসার্কিটের জেরে ধোঁয়া দেখা যায় । তেমন বড়সড় আগুন না লাগলেও ট্রেন দাঁড়িয়ে পড়ে । পরে রেলের ইলেকট্রিসিয়ানরা এসে মেরামতি করলে ট্রেন ছাড়ে । যাত্রীরা জানায়, একেই কম ট্রেন চলছে । তার উপর এভাবে বিকল হলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাচ্ছে ।