Elephant Entered Locality: দিনভর গোপীবল্লভপুরে দাপিয়ে বেড়াল দলছুট দাঁতাল - দলছুট দাঁতাল হাতির হানা গোপীবল্লভপুরে
🎬 Watch Now: Feature Video
জঙ্গলমহলের মানুষের মনে হাতির আতঙ্ক কোনওভাবেই পিছু ছাড়ছে না ৷ প্রতিনিয়ত হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন জঙ্গলমহলের বাসিন্দারা ৷ সেই আতঙ্কের মধ্যেই এদিন ফের গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লকে হানা দিল দলছুট দাঁতাল হাতি ৷ এদিন ভোরে দলছুট হাতিটি গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের জঙ্গল এলাকা থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের আলমপুর গ্রামে ঢোকে ৷ পীড়াশিমূল, টোপগেড়িয়া, বাঁকড়া অঞ্চলে তাণ্ডব চালিয়ে হাতিটি জঙ্গলে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে ৷ হাতিটি পীড়াশিমূল গ্রামের একটি মাটির বাড়ি ভেঙে দেয় ৷ হাতির হানায় বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে ৷