KMC Election 2021 : খিদিরপুরে আক্রান্ত সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান, কাঠগড়ায় তৃণমূল - attack on cpim candidate of 75 ward
🎬 Watch Now: Feature Video
খিদিরপুরে তৃণমূলী হামলার অভিযোগ ৷ আক্রান্ত কলকাতার প্রাক্তন মেয়র পারিষদ তথা 75 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান (attack on cpim candidate)। তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ পা ও শরীরের একাধিক জায়গায় তাঁর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে । এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা ।