"আব্বাস সিদ্দিকি ও ওয়েইসির মিলনে আবার কালো দিন দেখতে হবে" - বিজেপি
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের বেনাচিতি মসজিদ মহল্লাতে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন। তিনি ছাড়াও এই সভায় যোগ দিয়েছিলেন দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর বন্দোপাধ্যায় সহ আরও কয়েকজন । সভা শেষে আলি হোসেন বলেন, "1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। ওয়েইসি ও আব্বাস সিদ্দিকির এই মিলনে আবার কালো দিন দেখতে হতে পারে। এদের মুর্খামির জন্য আবার ভুল হবে । কারণ সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে এরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইবে।"