"সবকটা পরীক্ষা দিয়ে আজকের দিনটা এলে আরও ভালো লাগত" - ETV ভারত
🎬 Watch Now: Feature Video
একটা আশা ছিল ভালো নম্বর পাবো ৷ তবে এতটা আশা ছিল না ৷ তবে আমি খুশি ৷ বাবা-মায়ের আশাও পূরণ হয়েছে ৷ তবে যদি সবকটা পরীক্ষা দিয়ে যদি আজকের দিনটা আসত তাহলে আরও ভালো লাগত ৷ পরীক্ষাগুলি দিতে না পারার তখনই একটা মন খারাপ ছিল ৷ উচ্চমাধ্যমিকে 499 নম্বর পেয়ে ETV ভারতকে জানাল হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র ঐক্য বন্দ্যোপাধ্যায় ৷