হাইকোর্টের নির্দেশের পরই দুর্গোৎসব নিয়ে বৈঠক হুগলি কমিশনারেটে - হুগলির খবর
🎬 Watch Now: Feature Video
দুর্গোৎসব নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি বৈঠক হল চন্দননগর পুলিশ কমিশনারেটে । কমিশনারেট এলাকায় উত্তরপাড়া, ডানকুনি, শ্রীরামপুর ও চুঁচুড়ার বিভিন্ন পুজো মণ্ডপে পুলিশি ব্যবস্থা কী হবে সেই নিয়ে আলোচনা করা হয় । কমিশনার অফিসের কনফারেন্স হলে বৈঠকে ছিলেন পুলিশ কমিশনার হুমায়ূন কবির, DC সদর সুব্রত গাঙ্গুলি, DC চন্দননগর তথাগত বসু, DC শ্রীরামপুর ঈশানী পাল সহ অন্যরা ।