শুভেন্দুর সঙ্গে রাজনৈতিক লড়াই থাকবেই, মন্তব্য অখিলের - trinamool
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনগরের বিধায়ক অখিল গিরিকে রাজ্যের মৎস্য মন্ত্রীর ভার দেন। শপথ নেওয়ার পর অখিল গিরি কাঁথির বাড়িতে ফিরতেই তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। রাতে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও কাঁথি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর আলি খান সহ আরও অনেকেই রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করান। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার মন্ত্রীত্ব পেলেন অখিল গিরি ৷ এবিষয়ে তাঁর বক্তব্য, " মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে আমাকে এই দফতরে দায়িত্ব দিলে তা আমি পালন করতে পারব ৷ সেইজন্যই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এখন আমার এই দায়িত্ব পালন করার সময় এসেছে ৷ দেখা যাক আমি তাঁর আস্থা অর্জন করতে পারি কিনা ৷ "