প্রধানমন্ত্রীর নেতৃত্বে হিম্মতের অভাব দেখা দিয়েছে : অধীর চৌধুরি - চিন নিয়ে অধীর চৌধুরি
🎬 Watch Now: Feature Video
"সারা ভারতের মানুষ জওয়ানদের যে নৃশংসভাবে হত্যা করা হল তার জবাব চাইছে। কারণ জানতে চাইছে। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছেন। তার হিম্মত হচ্ছে না হ্যাঁ কে হ্যাঁ বলার। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার। কুড়িজন সেনা জওয়ানের মৃত্যুর খবর জানাতে চব্বিশ ঘণ্টা সময় লেগে গেল। দেশের মানুষের সঙ্গে কেন লুকোচুরি খেলা হচ্ছে?" লাদাখে ভারত-চিন সেনা সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে এই ভাষাতেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। পাশাপাশি তিনি বলেন, "দেশের প্রধানমন্ত্রী নিজের চেয়ার, নিজের পদের দায়িত্ব পালন করছেন না । প্রধানমন্ত্রীর নেতৃত্বে, হিম্মতের অভাব দেখা দিয়েছে।" আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে তিনি বৈঠক করেন।