বন্ধুকে হারানোর যন্ত্রণা; "অ্যাম্বুলেন্স এগিয়ে যাওয়ার পথ দেখান" আমন - হুগলি
🎬 Watch Now: Feature Video
আপনজনকে হারানোর যন্ত্রণা । তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে বদ্ধ পরিকর তিনি । প্ল্যাকার্ড হাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে । তাতে লেখা "স্বার্থ ভুলে জীবন বাঁচান । সকলে অ্যাম্বুলেন্সকে এগিয়ে যাওয়ার পথ দিন ।" তিনি আমন মণ্ডল । ডানকুনির বাসিন্দা । রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়েছিল তাঁর বন্ধুর । তারপর থেকেই মানুষকে সচেতন করার কথা চিন্তা করেন । দেখুন ভিডিয়ো...