Running Truck catches fire : তুলো বোঝাই চলন্ত ট্রাকে আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি - habra news
🎬 Watch Now: Feature Video
চলমান তুলো বোঝাই ট্রাকে আগুন । বেশ কয়েক লক্ষ টাকার তুলো নষ্ট হয়েছে বলে অনুমান (Fire in a Cotton Truck)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্র থেকে একটি তুলো বোঝাই ট্রাক যশোর রোড দিয়ে পেট্রাপোল সীমান্তে যাওয়ার সময় আনুমানিক রাত দেড়টা নাগাদ হাবড়া থানার লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ আগুন দেখতে পায় চালক । রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়েন চালক ও খালাসি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন ও হাবড়া থানার পুলিশ (Habra News)। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় তিন-চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । সঠিক সময় গাড়ি থেকে চালক ও খালাসি নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি । তবে গাড়িতে থাকা সম্পূর্ণ তুলো নষ্ট হয়ে গিয়েছে । যদিও তুলোর মালিক সঙ্গে না থাকায় ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি ।