Ganesh Puja : গণেশকে 211 কেজির লাড্ডু দিয়ে পুজো খড়গপুরে - 211 kg laddu
🎬 Watch Now: Feature Video
গণেশ পুজোর প্রসাদ মানেই মোদক, লাড্ডু ৷ মণ্ডপে হোক কিংবা বাড়িতে ৷ প্রসাদের থালায় গণেশ ঠাকুরের প্রিয় দুটো খাদ্য থাকবেই ৷ কিন্তু, যদি থালায় থাকে 211 কেজির লাড্ডু ! দাম 40 হাজার টাকা ৷ অবাক হচ্ছেন ? খড়গপুরের একটি গণেশ পুজো মণ্ডপে সেরকমই ছবি দেখা গেল ৷ প্রতিবারের মতো এবারও গণেশ পুজোয় মেতে উঠেছে খড়গপুর শহরের গুরুদোয়ারা এলাকা ৷ তবে কোভিড বিধি মেনেই পুজো হয়েছে ৷ 11তম বর্ষে সাইন স্টার ক্লাব এবার 211 কেজির লাড্ডু দিয়ে পুজো দিল ৷ প্রথম বছর তারা 100 কেজির লাড্ডু দিয়েছিল । এরপর 150 কেজি, পরে 175 কেজি ও 200 কেজি ৷ আর এবারে 211 কেজির লাড্ডু ৷ লাড্ডু বানাতে 40 হাজার টাকা খরচ হয়েছে তাদের ৷ ভবিষ্যতে আড়াইশো কেজির লাড্ডু দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার ইচ্ছা রয়েছে তাদের ৷