খেলনা পিস্তল নিয়ে ভয় দেখানোর চেষ্টা - Trying to scare with toy pistol
🎬 Watch Now: Feature Video
দিনেদুপুরে হাতে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অপরিচিত এক যুবক ৷ তাঁকে দেখে প্রাণ বাঁচাতে ছোটাছুটি পড়ে গিয়েছে এলাকায় ৷ একসময় পিস্তলটি হাত থেকে পড়ে গেলে বোঝা যায় সেটি আসল নয় ৷ খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিলেন তিনি । বাঁকুড়া শহরের ইদগামহল্লা এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ওই যুবককে ধরে বিদ্যুতের খুটিতে বেঁধে রাখে এলাকায় বাসিন্দারা ৷ এরপর যুবকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।