Giant Bhola Fish : সুন্দরবনের নদীতে মানুষ সমান তেলে ভোলা, বিক্রি হল 50 লাখে - sundarban
🎬 Watch Now: Feature Video
সুন্দরবনের নদীতে মিলল 78 কেজি ওজনের প্রায় সাত ফুট লম্বা একটি পুরুষ তেলে ভোলা মাছ । শনিবার দক্ষিণ 24 পরগনার গোসাবার দুলকি গ্রামের মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই মাছ ৷ তারপর তাঁরা মাছটিকে নিয়ে আসেন ক্যানিংয়ে মাছের আড়তে । প্রতি কেজিতে মাছটির দাম ওঠে প্রায় 45 হাজার টাকা ৷ অবশেষে 50 লাখ টাকায় মাছটি বিক্রি হয় ৷ মৎস্যজীবী বিকাশ মণ্ডল দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদীতে প্রতিবছর মূলত ভোলা মাছ ধরতে যান । তবে তাঁর নৌকা থেকে এত বড় ভোলা মাছ এর আগে কখনও বিক্রি হয়নি বলে জানান বিকাশবাবু । মাছটি কেনার জন্য শুধু দক্ষিণ 24 পরগনা নয়, কলকাতা ও অন্যান্য জেলা থেকেও বহু মৎস্যজীবী এদিন ভিড় জমান । মাছটির আকাশ ছোঁয়া দামের কারণ হল, এর ফুলকা বহু জীবনদায়ী ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।