রায়গঞ্জে বাড়িতে লুকিয়ে 30টি বাচ্চা-সহ গোখরো সাপ - রায়গঞ্জ
🎬 Watch Now: Feature Video
শোয়ার ঘরে দুটি সাপের বাচ্চা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির কর্ত্রী ৷ পিপলস ফর অ্যানিম্যালস-র সদস্যরা সাপ উদ্ধার করতে এসে চোখ কপালে ওঠে ৷ ঘরের মধ্যেই পাওয়া যায় সাপের গর্ত ৷ সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ ফুট লম্বা একটি গোখরো সাপ ৷ তবে এখানেই শেষ নয়, পাশাপাশি উদ্ধার হয় 30টি গোখরো সাপের বাচ্চা ও 25টি ডিম ৷ ঘটনাটি রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামের ৷ ওই গ্রামের বাসিন্দা সুব্রত সুত্রধরের স্ত্রী শোবার ঘরে দুটি সাপের বাচ্চা দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন ৷ পরে পিপলস ফর অ্যানিম্যালসের তরফ থেকে সাপগুলিকে উদ্ধার করে বনদপ্তরের সাহায্যে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷ দেখুন ভিডিয়ো...