শুধু সরস্বতী নয়, দুমদাপাহাড়ি গ্রামে এক কাঠামোয় পূজিত হন পাঁচ দেবী - ভগবতী
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের দুমদাপাহাড়ি গ্রাম বাকি আর পাঁচটি গ্রামের থেকে একটু আলাদা ৷ এখানে উৎসব মানেই সরস্বতী পুজো ৷ এই গ্রামে সরস্বতী পুজো ছাড়া আর কোনও পুজো জাঁকজমক করে হয় না ৷ এই পুজোর প্রধান আকর্ষণ হল সরস্বতীর পাশে এক কাঠামোতেই পূজিত হন লক্ষ্মী, ভগবতী ও দুই পরী জয়া ও বিজয়া ।