20 লাখ টাকার গাঁজা-সহ ধৃত রাজস্থানের বাসিন্দা - চারশো কেজি গাঁজা
🎬 Watch Now: Feature Video
400 কেজি গাঁজা-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল নবগ্রাম থানার পুলিশ ও জেলা পুলিশের SOG টিম ৷ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও SOG 34 নম্বর জাতীয় সড়কের উপর নবগ্রাম থানার সুকির মোড় থেকে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে ৷ ধৃত রাজস্থানের বাসিন্দা ৷ ধৃতের কাছ থেকে আনুমানিক 20 লাখ টাকার গাঁজা বাজেয়াপ্ত হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আসামের দিক থেকে একটি চা ভরতি কনটেনার আসছিল ৷ পুলিশ ও SOG টি কনটেনারটি আটক করে তল্লাশি করতে চায়ের পেটির ভিতর থেকে 400 কেজি গাঁজা পাওয়া যায় ৷