গোলাপি বল এল ইডেনে - গোলাপি বল হাতে CAB-র যুগ্মসচিব
🎬 Watch Now: Feature Video
দিন-রাতের টেস্ট ম্যাচের জন্য গোলাপি বল পৌঁছে গেল ইডেনে ৷ শুক্রবার বিকেলে বল নিয়ে সিএবিতে আসেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । মাঠে ঢুকে প্রথমেই বলের বক্স তুলে দেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের হাতে ।