পদ্ম সম্মান আরও পদক জিততে অনুপ্রেরণা জোগাবে : মৌমা - পদ্ম সম্মান দায়িত্ব আরও বাড়িয়ে দিল : মৌমা
🎬 Watch Now: Feature Video
শরথ কমলের পর দ্বিতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলার মৌমা দাস ৷ আর মহিলা টিটি খেলোয়াড় হিসেবে প্রথম ৷ পদ্মশ্রী সম্মানের তালিকায় নিজের নাম দেখে থ হয়ে গিয়েছিলেন ৷ ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে বললেন, এই সম্মান তাঁকে আরও পদক জিততে অনুপ্রেরণা জোগাবে ৷