ETV Bharat / state

50 বছরের পুরনো বাড়ির দেওয়াল গড়িয়ে পড়ছে তেল ! আজব ঘটনা সোনারপুরে - OIL LEAKING FROM WALLS IN SONARPUR

কালো চিটচিটে তৈলাক্ত পদার্থে ভরে গিয়ে বাড়ির দেওয়াল, কার্নিস ও মেঝে ৷ একবছর আগে থেকে ঘটনার সূত্রপাত ৷

OIL LEAKING FROM WALLS IN SONARPUR
50 বছরের পুরনো বাড়ির দেওয়াল গড়িয়ে পড়ছে তেল ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 5:20 PM IST

সোনারপুর, 4 জানুয়ারি: বাড়ির দেওয়ার চুঁইয়ে বেরিয়ে আসছে তেল ! এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে রাজপুর-সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় ৷ কিন্তু, কীভাবে সম্ভব ! সেই রহস্য উন্মোচনে আসরে নেমেছে পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷ খবর দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি ডিপার্টমেন্টে ৷ বাড়ির দেওয়াল থেকে তেল বেরনোর রহস্য কী, তা যাচাই করতে মঙ্গলবার আসছেন দফতরের প্রতিনিধিরা ৷

বাড়ির মালিক রতন সরকার ৷ প্রায় 50 বছরের পুরনো বাড়ি এটি ৷ একবছর আগে বাড়িটি রং করিয়েছিলেন তিনি ৷ নিয়ম মেনে নতুন রং করানোর সময় পুরনো রঙ ঘষে তুলে দেওয়া হয় ৷ তারপর প্রাইমার করে বাড়ি রং করান ৷ কিন্তু, রং করানোর কয়েকমাস পর বাড়ির একটি অংশের দেওয়াল থেকে তৈলাক্ত পদার্থ বেরিয়ে আসতে দেখেন তাঁরা ৷

50 বছরের পুরনো বাড়ির দেওয়াল গড়িয়ে পড়ছে তেল ! আজব ঘটনা সোনারপুরে (ইটিভি ভারত)

বিষয়টি নজরে আসতেই রঙের মিস্ত্রিকে খবর দেন রতন সরকার ৷ মিস্ত্রি জানান, তিনি ঠিকঠাক কাজ করেছেন ৷ তাঁর কাজে কোনও ভুল নেই ৷ এর কয়েকমাসের মধ্যে বাড়ি একদিকের দেওয়াল ও কার্নিশ থেকে তেল গড়িয়ে পড়তে শুরু করে ৷ বাড়ির মেঝে তেলে ভর্তি হয়ে যায় ৷ এমনকি দেওয়ালের একটা অংশ কালো হয়ে যায় ৷

এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন রতন সরকার এবং তাঁর পরিবার ৷ তাঁরা বিষয়টি রাজপুর-সোনারপুর পুরসভায় জানান ৷ সম্প্রতি পুরসভার ইঞ্জিনিয়াররা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ৷ রতন সরকারের স্ত্রী শম্পা সরকার বলেন, "গত একবছর ধরে এই সমস্যা হচ্ছে ৷ আমাদের বাড়ি প্রায় 50 বছরের পুরনো ৷ প্রথমে একতলা করা হয়েছিল ৷ তারপর দোতলা ও পরে তিনতলা করি ৷ দোতলা প্রায় 30 বছর আগের আর তিনতলা 22 বছর হয়েছে করেছি ৷"

তিনি বলেন, "নতুন রং করার পর থেকেই এই জিনিসটা হচ্ছে ৷ আমরা ইতিমধ্যে পুরসভাকে জানিয়েছি ৷ তারা এসে দেখে গিয়েছে ৷ ওএনজিসি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি বিভাগকেও জানিয়েছি ৷ এখন তাঁরা এসে দেখে সিদ্ধান্ত নেবেন ৷ তাঁরা যা বলবেন, তাই করতে হবে ৷"

বাড়ির মালিক রতন সরকারের বক্তব্য, "আমি ও আমার ভাই এই জমি কিনে বাড়ি করেছি ৷ একবছর ধরে এটা হচ্ছে ৷ কোনওভাবে যদি ভেঙে পড়ে, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে ৷ প্রশাসনকে জানিয়েছি, এখন দেখি তারা কী বলেন ৷"

এ নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার পুর-পারিষদ নজরুল আলি মণ্ডল বলেন, "আমাদের জানিয়েছিলেন ওঁরা ৷ এসে দেখে গেলাম ৷ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা আসবেন ৷ তাঁরা দেখে বলবেন, এটার কারণ কী ৷ বিষয়টা বিপজ্জনক বলেই বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ৷"

সোনারপুর, 4 জানুয়ারি: বাড়ির দেওয়ার চুঁইয়ে বেরিয়ে আসছে তেল ! এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে রাজপুর-সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় ৷ কিন্তু, কীভাবে সম্ভব ! সেই রহস্য উন্মোচনে আসরে নেমেছে পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷ খবর দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি ডিপার্টমেন্টে ৷ বাড়ির দেওয়াল থেকে তেল বেরনোর রহস্য কী, তা যাচাই করতে মঙ্গলবার আসছেন দফতরের প্রতিনিধিরা ৷

বাড়ির মালিক রতন সরকার ৷ প্রায় 50 বছরের পুরনো বাড়ি এটি ৷ একবছর আগে বাড়িটি রং করিয়েছিলেন তিনি ৷ নিয়ম মেনে নতুন রং করানোর সময় পুরনো রঙ ঘষে তুলে দেওয়া হয় ৷ তারপর প্রাইমার করে বাড়ি রং করান ৷ কিন্তু, রং করানোর কয়েকমাস পর বাড়ির একটি অংশের দেওয়াল থেকে তৈলাক্ত পদার্থ বেরিয়ে আসতে দেখেন তাঁরা ৷

50 বছরের পুরনো বাড়ির দেওয়াল গড়িয়ে পড়ছে তেল ! আজব ঘটনা সোনারপুরে (ইটিভি ভারত)

বিষয়টি নজরে আসতেই রঙের মিস্ত্রিকে খবর দেন রতন সরকার ৷ মিস্ত্রি জানান, তিনি ঠিকঠাক কাজ করেছেন ৷ তাঁর কাজে কোনও ভুল নেই ৷ এর কয়েকমাসের মধ্যে বাড়ি একদিকের দেওয়াল ও কার্নিশ থেকে তেল গড়িয়ে পড়তে শুরু করে ৷ বাড়ির মেঝে তেলে ভর্তি হয়ে যায় ৷ এমনকি দেওয়ালের একটা অংশ কালো হয়ে যায় ৷

এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন রতন সরকার এবং তাঁর পরিবার ৷ তাঁরা বিষয়টি রাজপুর-সোনারপুর পুরসভায় জানান ৷ সম্প্রতি পুরসভার ইঞ্জিনিয়াররা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ৷ রতন সরকারের স্ত্রী শম্পা সরকার বলেন, "গত একবছর ধরে এই সমস্যা হচ্ছে ৷ আমাদের বাড়ি প্রায় 50 বছরের পুরনো ৷ প্রথমে একতলা করা হয়েছিল ৷ তারপর দোতলা ও পরে তিনতলা করি ৷ দোতলা প্রায় 30 বছর আগের আর তিনতলা 22 বছর হয়েছে করেছি ৷"

তিনি বলেন, "নতুন রং করার পর থেকেই এই জিনিসটা হচ্ছে ৷ আমরা ইতিমধ্যে পুরসভাকে জানিয়েছি ৷ তারা এসে দেখে গিয়েছে ৷ ওএনজিসি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি বিভাগকেও জানিয়েছি ৷ এখন তাঁরা এসে দেখে সিদ্ধান্ত নেবেন ৷ তাঁরা যা বলবেন, তাই করতে হবে ৷"

বাড়ির মালিক রতন সরকারের বক্তব্য, "আমি ও আমার ভাই এই জমি কিনে বাড়ি করেছি ৷ একবছর ধরে এটা হচ্ছে ৷ কোনওভাবে যদি ভেঙে পড়ে, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে ৷ প্রশাসনকে জানিয়েছি, এখন দেখি তারা কী বলেন ৷"

এ নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার পুর-পারিষদ নজরুল আলি মণ্ডল বলেন, "আমাদের জানিয়েছিলেন ওঁরা ৷ এসে দেখে গেলাম ৷ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা আসবেন ৷ তাঁরা দেখে বলবেন, এটার কারণ কী ৷ বিষয়টা বিপজ্জনক বলেই বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.