গোলাপি যুদ্ধের অপেক্ষায় মোতেরা ; প্রস্তুত বিরাট বাহিনী - ভারত বনাম ইংল্যান্ড দিন রাতের টেস্ট
🎬 Watch Now: Feature Video
একে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম । তার উপর দিন রাতের টেস্ট । সব মিলিয়ে গুজরাতের মোতেরা স্টেডিয়ামকে ঘিরে হইচই চরমে । ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টেস্ট এখানেই খেলবে ভারত । এরই সঙ্গে নবনির্মিত মোতেরায় আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলে যাবে । পাশাপাশি এটাই হবে ইংল্যান্ড-ভারতের মধ্যে প্রথম গোলাপি বলের টেস্ট । কোরোনার কারণে দর্শক সংখ্যা অর্ধেক শোনালেও সংখ্যাটা 55 হাজারের মতো । দর্শক ভরতি মোতেরায় ইংল্যান্ডের গোলাপি চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত বিরাট অ্যান্ড কোং ।