টোকিয়ো অলিম্পিকসে সোনা জেতাই লক্ষ্য: সিন্ধু - টোকিয়ো
🎬 Watch Now: Feature Video
দোরগোড়ায় 2020 টোকিয়ো অলিম্পিকস ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে যতই খারাপ ফর্মের মধ্যে থাকুন, টোকিয়োতে পদক জয়ের ক্ষেত্রে 130 কোটির দেশবাসীর ভরসা পি ভি সিন্ধু ৷ রিও অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু এবার পদকের রং বদলাতে মরিয়া ৷ সোমবার ETV ভারতের অফিসে এসে টোকিয়ো অলিম্পিকসের প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনায় ব্যাডমিন্টনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ৷