ETV Bharat / entertainment

পিঠে নয়, সইফকে একাধিকবার ছুরির কোপ... কী বললেন করিনা ? - SAIF ALI KHAN

লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার অভিনেতা সইফ আলি খানের ৷ করিনা কাপুর খানের টিমের তরফে বিবৃতি প্রকাশ ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷

Etv Bharat
সইফ আলি খান (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 16, 2025, 9:28 AM IST

মুম্বই, 16 জানুয়ারি: সইফ আলি খানের উপর দুষ্কৃতির হামলা ৷ ছুরি দিয়ে একাধিকবার আঘাত অভিনেতাকে ৷ গুরুতর জখম পতৌদি পুত্র ভর্তি লীলাবতী হাসপাতালে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার চলছে বলে জানা গিয়েছে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একাধিকবার অভিনেতার উপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি আঘাত ভীষণই গুরুতর ৷ অন্যদিকে, পিআরের তরফেও এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "54 বছর বয়সী অভিনেতার উপর বাড়িতেই হামলা হয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সংবাদমাধ্যম ও অনুরাগীদের শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে ৷ এটা সম্পূর্ণ পুলিশি বিষয় ৷ প্রতিটা মুহূর্তের খবর সামনে আনা হবে ৷"

অন্যদিকে, করিনা কাপুর খানের টিমের তরফেও এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "সইফের হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পরিবারের বাকি সদস্যরা নিরাপদে রয়েছেন ৷ আমরা সংবাদমাধ্যম ও অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি শান্ত থাকার জন্য ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ শুভাকাঙ্খীদের ধন্যবাদ ৷"

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি খানের বাড়িতে প্রবেশ করে ৷ অভিনেতার সঙ্গে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বচসাও হয় ৷ এরপরেই অভিনেতার উপর ছুরি দিয়ে আঘাত করা হয় বলে জানা গিয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় বান্দ্রার লীলাবতি হাসপাতালে অভিনেতাকে দ্রুত ভর্তি করা হয় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই হামলায় করিনা কাপুর খান ও তাঁদের দুই সন্তান জেহ-তৈমুর নিরাপদে আছেন ৷ বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, এই মুহূর্তে অভিনেতা বিপদমুক্ত রয়েছেন ৷ ঘটনার সময় অভিনেতার পরিবারের কিছু সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চুরির কারণেই কি বাড়িতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির প্রবেশ ? পুলিশ এই প্রশ্নের উত্তর সঠিকভাবে এখনও পর্যন্ত দেননি ৷ তদন্ত চলছে বলে জানানো হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে বান্দ্রা পুলিশ ৷ উল্লেখ্য, অভিনেতার বাড়িতে ঘটনাটি ঘটেছে বুধবার রাত 2.30 মিনিট নাগাদ ৷

মুম্বই, 16 জানুয়ারি: সইফ আলি খানের উপর দুষ্কৃতির হামলা ৷ ছুরি দিয়ে একাধিকবার আঘাত অভিনেতাকে ৷ গুরুতর জখম পতৌদি পুত্র ভর্তি লীলাবতী হাসপাতালে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার চলছে বলে জানা গিয়েছে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একাধিকবার অভিনেতার উপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি আঘাত ভীষণই গুরুতর ৷ অন্যদিকে, পিআরের তরফেও এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "54 বছর বয়সী অভিনেতার উপর বাড়িতেই হামলা হয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সংবাদমাধ্যম ও অনুরাগীদের শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে ৷ এটা সম্পূর্ণ পুলিশি বিষয় ৷ প্রতিটা মুহূর্তের খবর সামনে আনা হবে ৷"

অন্যদিকে, করিনা কাপুর খানের টিমের তরফেও এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "সইফের হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পরিবারের বাকি সদস্যরা নিরাপদে রয়েছেন ৷ আমরা সংবাদমাধ্যম ও অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি শান্ত থাকার জন্য ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ শুভাকাঙ্খীদের ধন্যবাদ ৷"

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি খানের বাড়িতে প্রবেশ করে ৷ অভিনেতার সঙ্গে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বচসাও হয় ৷ এরপরেই অভিনেতার উপর ছুরি দিয়ে আঘাত করা হয় বলে জানা গিয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় বান্দ্রার লীলাবতি হাসপাতালে অভিনেতাকে দ্রুত ভর্তি করা হয় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই হামলায় করিনা কাপুর খান ও তাঁদের দুই সন্তান জেহ-তৈমুর নিরাপদে আছেন ৷ বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, এই মুহূর্তে অভিনেতা বিপদমুক্ত রয়েছেন ৷ ঘটনার সময় অভিনেতার পরিবারের কিছু সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চুরির কারণেই কি বাড়িতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির প্রবেশ ? পুলিশ এই প্রশ্নের উত্তর সঠিকভাবে এখনও পর্যন্ত দেননি ৷ তদন্ত চলছে বলে জানানো হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে বান্দ্রা পুলিশ ৷ উল্লেখ্য, অভিনেতার বাড়িতে ঘটনাটি ঘটেছে বুধবার রাত 2.30 মিনিট নাগাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.