Exclusive ইন্টারভিউ : ETV ভারত সিতারায় টলিপাড়ার কনিষ্ঠতম পরিচালক বর্ষালী - টলিউড
🎬 Watch Now: Feature Video
২২ বছর বয়সে প্রথম ছবি। তাও আবার বৃহন্নলাদের জীবন নিয়ে এক জটিল বিষয়ের উপর। তিনি বর্ষালী চ্যাটার্জি। তাঁর প্রথম ছবি 'জেনানা', অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি। এর এবার তিনি তাঁর নতুন ছবি 'দ্য ডার্লিং ওয়াইফ' নিয়ে রীতিমতো প্রস্তুত। ছবিতে মূলচরিত্রে অভিনয় করেছেন অমিতাভ আচার্য, অঙ্কিতা চক্রবর্তী এবং উষসী চক্রবর্তী । এছাড়াও অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়, তানিকা বসু, রাজেশ ঝা, ঈপ্সিতা ভট্টাচার্য, তাপস বসু, সৌম্যজিৎ কর্মকার, স্বরাজ ব্রিগেনজা । এর আগে চুটিয়ে মেগা সিরিয়ালে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, কাজ করেছেন অ্যাঙ্কর হিসেবে। তবে তিনি হয়তো ছবি পরিচালনার জন্যই মুখিয়ে ছিলেন। তাই একটা সুযোগ পেয়েই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বর্ষালী। নিজের জার্নি, অভিজ্ঞতা ও জীবনদর্শন নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন তিনি।