বাস্তব-অবাস্তবের মাঝে ঝুলছে এই তিন জন, মুখোমুখি ETV ভারত সিতারা - Bengali film
🎬 Watch Now: Feature Video
তিন বন্ধুর গল্প আগেও হয়েছে সেলুলয়েডের পরদায়। তবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত 'সামসারা' নাকি আলাদা। তেমনটাই দাবি ছবির সকলের। ছবি মুক্তির কয়েকঘণ্টা আগে ETV ভারত সিতারার সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন ছবির অন্যতম প্রধান চরিত্র ঋত্বিক, রাহুল ও ইন্দ্রজিৎ। বললেন 'সামসারা'-কে কোনও জঁরেই ফেলা যাবে না। জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থার কথাও বলবে এই ছবি। ছবির এই বৈচিত্রময় কনটেন্ট নিয়ে আশাবাদী তিন অভিনেতাই। ভিডিয়োয় শুনে নিন তাঁদের বক্তব্য...