ETV Bharat / international

বছরের প্রথম দিনে দ্বিতীয় হামলা! নিউইয়র্কের নাইটক্লাবের বাইরে এলোপাথাড়ি গুলি, জখম 10 - NEW YORK MASS SHOOTING

1 জানুয়ারি রাতে নিউইয়র্কের কুইন্স-এর একটি নাইট ক্লাবের বাইরে এলোপাথাড়ি গুলি চালাল একদল দুষ্কৃতী ৷ এখনও কাউকে গ্রেফতার করা যায়নি ৷

NEW YORK MASS SHOOTING on New Year
নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে গুলি (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jan 2, 2025, 4:40 PM IST

নিউইয়র্ক, 2 জানুয়ারি: নিউ অরল্যান্সের পর নিউইয়র্ক ! বছরের শুরুতে আমেরিকায় একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে ৷ পুলিশ সূত্রে খবর, বছরের প্রথম দিনে নিউইয়র্কের কুইন্স-এ একটি নাইট ক্লাবের বাইরে আচমকা গুলি চালাতে শুরু করে একদল লোক ৷ সে সময় উৎসবের মেজাজে নাইটক্লাবের ভিতরে এবং বাইরেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল ৷ গুলি চালনার ঘটনায় 10 জন আহত হয়েছে, জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ৷

2025 সালের প্রথম দিনে আমেরিকার নিউ অরল্যান্সে ট্রাক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেনা বলে জানতে পেরেছে পুলিশ ৷ তার গাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস-এর পতাকাও লাগানো ছিল ৷ এই হামলায় 15 জনের মৃত্যু হয়েছে ৷ এদিকে একই দিনে কুইন্স-এর নাটই ক্লাবে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ স্থানীয় সময় বুধবার রাত 11.18 মিনিট নাগাদ পুলিশ আধিকারিকারা 911 নম্বরে একাধিক ফোন পান ৷ খবর আসে, কুইন্স-এর জামাইকায় আমাজুরা নাইটক্লাবের বাইরে অনেকে গুলি চালাচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, 3-4 জন ব্যক্তি নাইটক্লাবের কাছে আসে ৷ ক্লাবের বাইরে বহু লোক ভিতরে যাওয়ার লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের লক্ষ্য করে এই দুষ্কৃতীরা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ 30 রাউন্ডেরও বেশি গুলি চালায় তারা ৷ বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সাংবাদিকদের জানিয়েছে, 6 জন মহিলা এবং 4 জন পুরুষ জখম হয়েছেন ৷ তাঁদের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে ৷ তাঁদের সবার শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল ৷ প্রাণের আশঙ্কা নেই ৷ এই গুলি চালনার সঙ্গে জড়িত একটি হালকা রঙের সেডান গাড়ি খুঁজছে পুলিশ ৷ নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট আমজনতাকে আশ্বস্ত করেছে, এটা জঙ্গি হামলা নয় ৷

আমাজুরা নাইটক্লাবটি যথেষ্ট বড় ৷ প্রতিদিন 4 হাজার লোক সেখানে ভিড় করতে পারে ৷ ডিজেরা সেখানে রোজই অনুষ্ঠান সঞ্চালনা করেন, লাইভ পারফরম্যান্সও করেন ৷ আর সেখান থেকেই পুলিশের অনুমান এই ঘটনায় অনেকের মৃত্যু হতে পারত । সৌভাগ্যক্রমে সে রকম কিছু হয়নি।

নিউইয়র্ক, 2 জানুয়ারি: নিউ অরল্যান্সের পর নিউইয়র্ক ! বছরের শুরুতে আমেরিকায় একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে ৷ পুলিশ সূত্রে খবর, বছরের প্রথম দিনে নিউইয়র্কের কুইন্স-এ একটি নাইট ক্লাবের বাইরে আচমকা গুলি চালাতে শুরু করে একদল লোক ৷ সে সময় উৎসবের মেজাজে নাইটক্লাবের ভিতরে এবং বাইরেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল ৷ গুলি চালনার ঘটনায় 10 জন আহত হয়েছে, জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ৷

2025 সালের প্রথম দিনে আমেরিকার নিউ অরল্যান্সে ট্রাক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেনা বলে জানতে পেরেছে পুলিশ ৷ তার গাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস-এর পতাকাও লাগানো ছিল ৷ এই হামলায় 15 জনের মৃত্যু হয়েছে ৷ এদিকে একই দিনে কুইন্স-এর নাটই ক্লাবে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ স্থানীয় সময় বুধবার রাত 11.18 মিনিট নাগাদ পুলিশ আধিকারিকারা 911 নম্বরে একাধিক ফোন পান ৷ খবর আসে, কুইন্স-এর জামাইকায় আমাজুরা নাইটক্লাবের বাইরে অনেকে গুলি চালাচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, 3-4 জন ব্যক্তি নাইটক্লাবের কাছে আসে ৷ ক্লাবের বাইরে বহু লোক ভিতরে যাওয়ার লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের লক্ষ্য করে এই দুষ্কৃতীরা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ 30 রাউন্ডেরও বেশি গুলি চালায় তারা ৷ বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সাংবাদিকদের জানিয়েছে, 6 জন মহিলা এবং 4 জন পুরুষ জখম হয়েছেন ৷ তাঁদের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে ৷ তাঁদের সবার শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল ৷ প্রাণের আশঙ্কা নেই ৷ এই গুলি চালনার সঙ্গে জড়িত একটি হালকা রঙের সেডান গাড়ি খুঁজছে পুলিশ ৷ নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট আমজনতাকে আশ্বস্ত করেছে, এটা জঙ্গি হামলা নয় ৷

আমাজুরা নাইটক্লাবটি যথেষ্ট বড় ৷ প্রতিদিন 4 হাজার লোক সেখানে ভিড় করতে পারে ৷ ডিজেরা সেখানে রোজই অনুষ্ঠান সঞ্চালনা করেন, লাইভ পারফরম্যান্সও করেন ৷ আর সেখান থেকেই পুলিশের অনুমান এই ঘটনায় অনেকের মৃত্যু হতে পারত । সৌভাগ্যক্রমে সে রকম কিছু হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.