Shooting কভারেজ : ভারতের রাজনৈতিক চিত্র তুলে ধরবে 'আগুনের পরশমণি' - Subrata Bhattacharya latest news
🎬 Watch Now: Feature Video
সৌরভ পাল শুরু করেছেন তাঁর নতুন ছবি 'আগুনের পরশমণি' । ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য । এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, নির্বাণ গোস্বামী, রাজেশ শর্মা, দেবলীনা দত্ত প্রমুখ । মুম্বই, আসাম, নর্থ বেঙ্গল ও গোয়াতেও হবে ছবির শুটিং । এই ছবির সম্ভাব্য মুক্তি এপ্রিলে । তার আগে ETV ভারত সিতারা পৌঁছে গেল 'আগুণের পরশমণি' ছবির শুটিংয়ে । দেখে নিন ভিডিয়ো...