টিম 'আড্ডা'-র সঙ্গে আড্ডা ETV ভারত সিতারার.. - আড্ডা নিয়ে আড্ডা
🎬 Watch Now: Feature Video
বাঙালি আর আড্ডা যেন একে অপরের পরিপূরক। সারাদিনের সমস্ত ক্লান্তি এক নিমেষে মুছিয়ে দিতে পারে এই আড্ডা। অন্যদিকে বাঙালি মানেই মননশীল চলচ্চিত্র, সিনেমা সংক্রান্ত তর্ক-বিতর্ক। এবার যদি সিনেমার নামই আড্ডা হয়? হ্যাঁ, তেমনটাই হয়েছে দেবায়ুশের প্রথম ছবি 'আড্ডা'-তে। ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সায়নী ঘোষ, ইন্দ্রাশিস রায়, সৌরভ দাস, প্রান্তিক ব্যানার্জি, দীপাংশু আচার্য প্রমুখ। ছবি মুক্তির আগে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন 'আড্ডা' টিমের ইন্দ্রাশিস-সৌরভ-প্রান্তিক ও ছবির পরিচালক দেবায়ুশ। দেখে নিন ভিডিয়োয়...