শুভ জন্মদিন উত্তম... - উত্তমকুমারের খবর
🎬 Watch Now: Feature Video
বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত 94 বছর । শরীরটা আজ নেই ঠিকই, তবে বাঙালি সুপারস্টার বলতে সেই অমলিন হাসিটাই ভেসে ওঠে আপামর বাঙালি দর্শকের মনে । তিনি উত্তম কুমার । আজ 'মহানায়ক'-এর জন্মবার্ষিকী । ETV ভারত সিতারার শ্রদ্ধা সর্বকালের সর্বসেরা বাঙালি সুপারস্টার উত্তমকুমারকে ।