যখন প্রচণ্ড ব্যর্থতা আসবে, তখন এই জায়গা ছেড়ে চলে যাব : সৃজিত - সৃজিত মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2923703-thumbnail-3x2-srijit.jpg)
হ্যাঁ। ঠিকই পড়েছেন। এমনটাই বলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 12 এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ফিল্ম ভিঞ্চিদা। এটি তাঁর তৃতীয় থ্রিলার ফিল্ম। রিভেঞ্জ ড্রামা বলতে বেশি স্বাচ্ছন্দ্য তিনি। ETV Bharatতের সঙ্গে খোলামেলা আড্ডায় সৃজিত বললেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, আপোশ করতে বা মানিয়ে নিতে হয়নি তাঁকে। পারিবারিক বা প্রেমের ছবির চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন থ্রিলার বা অ্যাডভেঞ্চার গোছের ছবিকে। যেখানে সকলেই জানেন, প্রেম বা পারিবারিক ফিল্মে প্রযোজকদের বেশি লাভ। সৃজিত আরও বলেন, তিনি নানারকমের থিমের উপর ফিল্ম তৈরি করতে পছন্দ করেন। এবং সেরকমই তিনি আগামীদিনেও তৈরি করবেন। গল্পের ছলে আরও অনেক কথা বললেন সৃজিত।