আবার নতুন কী বিপদ আসছে শ্যমা ও নিখিলের জীবনে ? - krishnakali
🎬 Watch Now: Feature Video
ধারাবাহিক 'কৃষ্ণকলি'তে আগে দর্শকরা দেখেছিলেন শ্যামা ও নিখিল মধ্যে সব সমস্যা সমাধান হয়ে গেছে । কিন্তু, ফুলশয্যার দিনে তাদের জীবনে আসছে নতুন বিপদ । আর এবারও ষড়যন্ত্রের পিছনে রয়েছে রুক্মিণী ও রাধারানি । যারা নানাভাবে ছলচাতুরি করে বসন্ত চৌধুরির বাড়ি থেকে শ্যামাকে বের করতে চাইছে । কিন্তু, রাধারানি কি পারবে শ্যামা ও নিখিলের এই সুখের সময় বিচ্ছেদের প্রাচীর গড়ে তুলতে ?
TAGGED:
krishnakali