এক বছরে দীপিকা-রণবীরের বিবাহিত জীবন, কিছু মুহূর্ত ফিরে দেখা.. - দীপিকার খবর
🎬 Watch Now: Feature Video
এক বছরে পা দিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিবাহিত জীবন। দেখতে দেখতে কেটে গেল তাঁদের এক বছরের জার্নি। প্রেম, পরিবার, ক্যারিয়ার - সবকিছু নিয়েই চোখের পলকে তাঁরা আরও একটু ম্যাচিওর্ড হয়ে উঠলেন একসঙ্গে চলতে চলতে। একবার দেখে নেওয়া যাক 'দীপ-বীর'এর সেই যাত্রাপথের কিছুটা...