New Film of Mimi Is Coming : গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'মিনি', ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না - গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে মিনি ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না
🎬 Watch Now: Feature Video
সরস্বতী পুজোর আবহে অভিনেত্রী তথা প্রযোজক সম্পূর্ণা লাহিড়ী এবং প্রযোজক রাহুল ভঞ্জ দিলেন এক সুখবর ৷ আগামী ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁদের প্রযোজিত বাংলা ছবি 'মিনি' (New movie of Mimi will release the cinema halls in may)। মৈনাক ভৌমিক পরিচালিত 'স্মল টক আইডিয়াস' প্রযোজিত এই ছবির গল্প আবর্তিত হয় মিনি এবং তার মাসি তিতলিকে ঘিরে ৷ বন্ধুত্বে বয়স যে কখনও সীমা হতে পারে না এটাই দেখায় এই ছবি । কোভিডের বাধা বিপত্তি তো রয়েছে, তবে তার মধ্যেই ডাবিং সেরে ফেললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী এবং শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় । ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ । মিমির কথায়, "আমি খুব এক্সাইটেড চরিত্রটা নিয়ে । মৈনাকের সঙ্গে এটা আমার প্রথম কাজ । আর আমাদের পুচকি অয়ন্নাও খুব ভাল কাজ করছে । খুব তাড়াতাড়ি ছবিটা সিনেমা হলে আসবে বলে আমরা আশাবাদী । সকলের শুভকামনা চাই । অপেক্ষা মুক্তির ।"একইভাবে জীবনে প্রথমবার ডাবিং করে খুশি অয়ন্না। অয়ন্নার কথায়, "খুব মজা আসছে ডাবিং করে।"
Last Updated : Feb 4, 2022, 7:50 PM IST
TAGGED:
New Film of Mimi Is Coming