'বিবাহ অভিযান'-এর প্রিমিয়ারে ETV ভারত সিতারা - Bengali Film
🎬 Watch Now: Feature Video
কলকাতা : আদ্যোপান্ত কমেডি ছবি। রুদ্রনীল ঘোষের লেখা গল্পে চলচ্চিত্রের রূপ দিলেন বিরসা দাশগুপ্ত, নাম 'বিবাহ অভিযান'। ছবির তিন জন নায়ক - রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ,অঙ্কুশ হাজরা ও তিন জন নায়িকা - সোহিনী সরকার, নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকার। হয়ে গেল ছবিটির প্রিমিয়ার। ঝলমলে সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউড তারকারা। ভিডিয়োয় তোলা রইল সেই মুহূর্ত।