নিজের কৃষ্ণকলি রূপ কতদিন ঢেকে রাখতে পারবে শ্যামা? - Krishnakali
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3278875-409-3278875-1557849019440.jpg)
কলকাতা: 'কৃষ্ণকলি' ধারাবাহিকে এর আগের পর্বগুলোতে দর্শকরা দেখেছিলেন গল্পের নতুন চমক। কারণ বড়কর্তা নিখিল ও শ্বশুরমশাই বসন্ত চৌধুরিকে কাছে পেয়ে শ্যামা কৃষ্ণকলি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল শ্রোতাদের মনে। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু, রুক্মিনী আর মেজ বউয়ের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ইতিমধ্যেই গুরুমা ধরে ফেলে যে শ্যামাই কৃষ্ণকলি নামে রেডিও স্টেশনে গান গাইতে শুরু করেছে। গল্পে আর কী কী নতুন চমক আসছে, সেটা জানতে ETV ভারতের প্রতিনিধি পৌঁছে গেছিল 'কৃষ্ণকলি' ধারাবাহিকের শুটিং ফ্লোরে।