নিজামের 'দেশে' একটুকরো বাংলা, সৌজন্যে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল - bengali
🎬 Watch Now: Feature Video
হায়দরাবাদে বাঙালির সংখ্যা নেহাত কম নয় । তাই বাঙালি খাবার থেকে বাঙালি কালচার সবই পাওয়া যায় এই শহরে । বিভিন্ন ফেস্টিভালও চলে বছরভর । গতকালই শেষ হল হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল (HBFF) । ছয় বছরের এই ফেস্টিভালে প্রতিবারের মতো এবারেও এসেছিলেন সারা বিশ্বের সম্মানীয় ব্যক্তিত্বরা । ছিল লাইফস্টাইল এগজ়িবিশনও । হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন খাবার সবই প্রদর্শিত হয় সেখানে । শুধু ফিল্মের জন্য নয়, এই ফেস্টিভালটি একটি উৎসব হায়দরাবাদের বাঙালির কাছে ।