"বাঙালিয়ানাই আসল গুপ্তধন!" :পরিচালক ধ্রুব ব্য়ানার্জি - durgeshgarer guptadhon
🎬 Watch Now: Feature Video
20টা বছর রাজ্য়ের বাইরে ছিলেন। কিন্তু, নিজের রুটকে ভুলতে পারেননি। ফিরে আসেন দেশে। ফেলুদা-ব্যোমকেশর পাশাপাশি নিয়ে আসেন সোনাদাকে। প্রথম ছবি 'গুপ্তধনের সন্ধানে' হিট। দ্বিতীয় ছবি 'দুর্গেশগড়ের গুপ্তধন' আরও রহস্যে ঘেরা। কথা হচ্ছে পরিচালক ধ্রুব ব্যানার্জিকে নিয়ে। ETV Bharat এর সঙ্গে আড্ডা দিলেন। শেয়ার করলেন পর পর গুপ্তধন নিয়ে তৈরি ছবির অভিজ্ঞতাও।