Chandreyee Celebrates the Republic day : পিছিয়ে পড়া বাচ্চাদের সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন চান্দ্রেয়ীর - Chandreyee Celebrates the Republic day
🎬 Watch Now: Feature Video
73তম সাধারণতন্ত্র দিবস একটু অন্যরকমভাবে উদযাপন করলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ । সময় কাটালেন 'আ লিটিল কন্ট্রিবিউশন ক্লাসরুম'-এর পিছিয়ে পড়া বাচ্চাদের সঙ্গে (Chandreyee Ghosh Celebrates the Republic day with Some backward boys and girls )৷ পর্দায় নেগেটিভ হোক, বা পজিটিভ রোল, সব কিছুতেই অবাধ বিচরণ অভিনেত্রী চান্দ্রেয়ীর । এমনকি খল চরিত্রে তাঁর অভিনয় দেখে মাঝে মাঝে তো রীতিমত শিউরে উঠতে হয় ৷ তবে পর্দার জীবন আর বাস্তব জীবনকে গুলিয়ে ফেলা উচিত নয় ৷ অবশ্য একইসঙ্গে আজই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'মুক্তি'। সামনেই আসছে নতুন হরর ফিল্ম 'রিশ' এবং কাজ শুরু হতে চলেছে ওয়েব ধারাবাহিক 'মন্টু পাইলট ২'-এরও । তবে, এ তো গেল তাঁর অভিনেত্রী জীবনের কথা ৷ বুধবার কিন্তু দেখা মিলল আরেক চান্দ্রেয়ীর ৷ 'আ লিটিল কন্ট্রিবিউশন ক্লাসরুম'-এর বাচ্চাদের সঙ্গে রীতিমত মেতে উঠলেন চান্দ্রেয়ী । প্রত্যেককে উপহার দিলেন আঁকার খাতা, রং পেনসিল, লজেন্স-সহ আরও অনেক কিছু । পাশাপাশি তাদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিনেত্রী । এই সংস্থার বাচ্চাদের জন্য এদিন খাবারের বন্দোবস্তও করেন তিনি।