সুশান্তকে নিয়ে ছবি-ধারাবাহিক-বই করলে পরিবারের অনুমতি নিতে হবে : আইনজীবী বিকাশ সিং - বিকাশ সিংয়ের খবর
🎬 Watch Now: Feature Video
নিউ দিল্লি : সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কোনও ছবি-ধারাবাহিক তৈরি করলে বা বই লিখলে, তাঁর বাবা কে.কে.সিংয়ের লিখিত অনুমতি লাগবে, জানালেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । তা যদি না হয়, তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে সিং পরিবার, সাফ জানালেন সিং । দেখে নিন ভিডিয়ো ।